[০৩ এপ্রিল ২০২৩ খ্রি.] আজ সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয় সিলেট জেলার জকিগঞ্জ থানা, জকিগঞ্জ চেকপোষ্ট, জকিগঞ্জ সার্কেল অফিস ও জকিগঞ্জ কোর্ট পরিদর্শন করেন। পরিদর্শন প্রাক্কালে ডিআইজি মহোদয়কে জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে ডিআইজি মহোদয় জকিগঞ্জ থানা কর্তৃক আয়োজিত সুধীজন/গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত হন। মতবিনিময় সভায় জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার, সিলেট সহ অন্যান্য অফিসারবৃন্দ ও জকিগঞ্জ থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।