
[১৭ এপ্রিল ২০২৩ খ্রি.] আজ সোমবার (১৭ এপ্রিল)চতুর্থ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অন্যান্য অঞ্চলের ন্যায় সিলেট রেঞ্জের বিশ্বনাথ উপজেলার মডেল মসজিদ নিমার্ণ প্রকল্প উদ্বোধন করেন। এ সময় বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ (ওভারহেড)-এ অনুষ্ঠিত সভায় অংশগ্রহন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়।