
[৩০ এপ্রিল ২০২৩ খ্রি:] "এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে পদোন্নতির ২০২২ সালের ১ম ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত " অদ্য ৩০/০৪/২৩ খ্রি: সিলেট জেলা পুলিশ লাইনস এর বীর মুক্তিযোদ্ধা" শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন" এর ড্রিল শেডে এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে পদোন্নতির ২০২২ সালের ১ম ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষার (৩য় দিন) "অপরাধ বিজ্ঞান" পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। উক্ত পরীক্ষা চলাকালে কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা, জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)সহ পরীক্ষা পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও কর্মচারীগণ। পরীক্ষা শেষে সম্মানিত ডিআইজি মহোদয় পরীক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকল পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে জনসেবা মূলক কাজে নিয়োজিত হয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জল করার আহবান জানান।