[০১ মে ২০২৩ খ্রি:] ‘‘মহান মে দিবস-২০২৩ খ্রি.’’ আজ মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র, সিলেট এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। যেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট।