
[০৫ মে ২০২৩ খ্রি.] আজ সকালে একদিনের সরকারি সফরে সিলেট এসে পৌঁছান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ মহোদয়। সচিব মহোদয় সিলেট সার্কিট হাউজে এসে পৌছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। পরে সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করেন। পরবর্তীতে সফরসূচী অনুযায়ী সচিব মহোদয় রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেটে আসলে ডিআইজি মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। সচিব মহোদয় রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এতে সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএমসহ সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারবৃন্দ এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়, রেঞ্জ ডিআইজি কার্যালয় ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।