[০৭ মে ২০২৩ খ্রি.] সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয় ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট আকস্মিক পরিদর্শন করেন। এসময় ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট জনাব ফাল্গুনী পুরকায়স্থ। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অবকাঠামো, যানবাহন ও জনবল বৃদ্ধিসহ প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্মানিত ডিআইজি মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট বলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের আরো দক্ষ হওয়ার সুযোগ রয়েছে এবং সিলেট রেঞ্জ পুলিশের ডিজিটালাইজেশন ও সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। প্রশিক্ষণের বিভিন্ন বিষয় কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। পুলিশ সদস্যগণ যাতে প্রশিকক্ষণ গ্রহণ করে তা কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি মানবিক কর্মকান্ডেও তারা নিজেদের সম্পৃক্ত করেন সেই বিষয়ে ডিআইজি মহোদয় নির্দেশনা প্রদান করেন।