
[২৯ মে ২০২৩ খ্রি.] ২৯শে মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২৩ খ্রি.। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ দিবসটি উপলক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের আয়োজনে এক বর্ণাঢ্যর্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে সিলেট রেঞ্জ পুলিশসহ সিলেটের অন্যান্য পুলিশ ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরন করেন।