
[৩১ মে ২০২৩ খ্রি.] অদ্য সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়। মাননীয় ডিআইজি মহোদয় বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হওয়ার জন্য পুলিশ লাইন্স সুনামগঞ্জে পৌঁছালে সুনামগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ডিআইজি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করা হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় জনাব নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ সহ সুনামগঞ্জ জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।