[৩০ মে ২০২৩ খ্রি.] বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট এবং পুলিশ সুপার, সিলেট সহ অন্যান্য অফিসারবৃন্দ। প্রধান অতিথি বিভাগীয় পুলিশ হাসপাতালে পৌঁছালে জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যদের যথাযথভাবে চিকিৎসা প্রদানের জন্য কর্মরত সকল ডাক্তার, নার্স ও স্টাফদের প্রতি আহ্বান জানান এবং সভায় হাসপাতালের আধুনিকায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সভা শেষে ডিআইজি মহোদয় হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসারত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।