
[০৬ জুন ২০২৩ খ্রিঃ] "বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ সংক্রান্তে ব্রিফিং"৷ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ সংক্রান্তে প্রস্তুতিমূলক ব্রিফিং পুলিশ লাইন্স, সিলেট হল রুমে অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) বিপিএম মহোদয়। উক্ত ব্রিফিং প্যারেডটি সহকারি পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় এবং জনাব জেদান আল মুসা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট পুলিশ হেডকোয়ার্টার্স এর নিয়োগ সংক্রান্ত নির্দেশনা সমূহ প্রজেক্টরের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি মান্যবর ডিআইজি মহোদয় সহ জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিবৃন্দ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্রিফিং প্যারেডে সিলেট রেঞ্জ সহ অন্যান্য ইউনিটের কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।