
[ ৭ জুন ২০২৩ খ্রি.] “বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা” অদ্য বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৬.৩০ ঘটিকা থেকে সিলেট পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের (২য় দিনের কার্যক্রম) দৌড়, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরিক্ষায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়। ডিআইজি মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা মতে দিনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নিয়োগ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব জেদান আল মুসা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, সহকারি পুলিশ সুপার, জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিবৃন্দ ও সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় অদ্য যোগ্য প্রার্থীদের আগামীকাল অনুষ্ঠিতব্য Physical Endurance Test (PET) এর জন্য যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।