
[ ১৩ জুন ২০২৩ খ্রি.] “ অতিরিক্ত আইজিপি মহোদয়ের রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সফর” অদ্য মঙ্গলবার (১৩ জুন ২০২৩) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)’র প্রধান অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সফর করেন। অতিরিক্ত আইজিপি মহোদয় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়। এ সময় অতিরিক্ত আইজিপি মহোদয়কে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত আইজিপি মহোদয় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে অফিসারদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা-সহ রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।