[১৮ জুন ২০২৩ খ্রি.] " সিলেট বিভাগীয় উদ্ভাবনী মেলা-২০২৩" অদ্য ১৮ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়। উক্ত উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, সিলেট জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আ: রাজ্জাক সরকার মহোদয়। ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে সরকারের প্রতিটি দপ্তরের কাজে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগনের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে গুরুত্বারোপ করেন।