[১৮ জুন ২০২৩ খ্রি.] সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে ইউনিট প্রধানগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিতঃ অদ্য ১৮/০৬/২০২৩ খ্রি. সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে অত্র রেজাধীন জেলা/ইউনিট পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জ পুলিশের ২০২৩-২৪ অর্থবছরের কর্মকাণ্ড সম্বলিত এই চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম এর সাথে সিলেট রেঞ্জাধীন জেলা/ইউনিট প্রধানগন যথাক্রমে সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জ এর প্রধানগন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ইতিমধ্যে ১৩/০৬/২০২৩ খ্রি. তারিখ সংশ্লিষ্ট পুলিশ সুপারগণের সাথে নিজ নিজ জেলার থানাসমূহের অফিসার ইনচার্জগণের (ওসিগন) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়াও জনবান্ধব পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার ও বেগবান করার জন্য রেঞ্জ ডিআইজি সিলেট মহোদয় তাঁর রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নির্দেশনা প্রদান করেন।