
[২০ জুন ২০২৩ খ্রি.] “ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সাথে ইউনিট প্রধানগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর অনুষ্ঠিত” অদ্য ২০ জুন সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৩-২০২৪ ক্যালেন্ডার অনুযায়ী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সাথে মাঠ পর্যায়ের ৩৬টি ইউনিট প্রধানগণ ২০২৩- ২০২৪ খ্রিঃ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে সংযুক্ত ছিলেন সিলেট রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেরে কর্মকর্তাবৃন্দ ।