▀ ২৭ জুন ২০২৩ খ্রি: ▀ আজ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী এমসি একাডেমি মাঠে আসন্ন ঈদুল আযহা-২০২৩ উপলক্ষ্যে কোরবানীর পশুর হাট সরেজমিন পরিদর্শনে যান সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট সহ ইউএনও গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, গোলাপগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জ থানার অফিসার-ফোর্স । পরিদর্শনকালীন বক্তব্যে সম্মানিত ডিআইজি মহোদয় পশুর হাটের ইজারাদার, ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, "কোরবানীর পশুর হাটের আইন-শৃংখলা রক্ষা সহ যে কোন সমস্যা পুলিশকে জানান সর্বদাই আইনগত সেবা প্রদানে পুলিশ প্রস্তুত আছে।"