[০৬ জুলাই ২০২৩ খ্রি.] U.S Embassy, Dhaka কর্তৃক ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটে Workshop on Charge Sheet and Report Writing in Terrorism Cases শীর্ষক ০২ (দুই) দিন ব্যাপী কর্মশালার আজ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়। সমাপনী অনুষ্ঠানে জনাব খন্দকার ফরিদুল ইসলাম, কমান্ড্যান্ট (অতি. ডিআইজি), ৭ম এপিবিএন, সিলেট, জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতি. পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), আরএমপি, জনাব ফাল্গুনী পুরকায়স্থ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটসহ সিলেট রেঞ্জাধীন জেলা ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় সন্ত্রাস দমন আইনে রুজুকৃত মামলা তদন্তের শুরু থেকে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।