[ ২৬. ০৭. ২০২৩ খ্রি.] পুলিশ সুপার, মৌলভীবাজার এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা" মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার বদলী উপলক্ষে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয় এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অদ্য বুধবার ২৬ জুলাই ২০২৩খ্রিঃ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এসময় বিদায়ী অতিথিকে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) এবং জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট।