
অদ্য ২৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. তারিখে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে আজ যোগদান করেছেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম-সেবা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত রসায়ন হতে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সিলেট রেঞ্জে যোগদানের পূর্বে তিনি ডিআইজি হিসেবে এন্টি টেররিজম ইউনিট, ঢাকা, অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে ঢাকা জেলা, লক্ষীপুর জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স/ইউএন এ্যাফেয়ার্স ও এসবি, ঢাকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউএন মিশনে দক্ষতার সহিত অর্পিত দায়িত্ব পালন করেন। পূণ্যভূমি সিলেটে দায়িত্ব পালন কালে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।