
আজ পহেলা মার্চ ২০২৩। পুলিশ মেমোরিয়াল ডে। বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১লা র্মাচ থেকে বাংলাদেশ পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে "পুলিশ মেমোরিয়াল ডে" পালন করে আসছে। দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরণকারী পুলিশ সদস্যদের স্মরণে এ দিবসটি পালিত হয়। সমগ্র দেশের ন্যায় সিলেট রেঞ্জে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সিলেট পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সিলেট পুলিশ লাইন্স শামসুল হক মিলনায়তনে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দরা বক্তব্য প্রদান করেন। এছাড়াও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।