"অগ্নিঝরা ১লা মার্চ " [ ০১. ০৩. ২০২৩ খ্রি.] অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। বছর ঘুরে আবার ফিরে এলো রক্তঝরা মার্চ, স্বাধীনতার মাস। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল মাস। ১৯৭১ সালের ১ মার্চ হঠাৎ এক সিদ্ধান্তে পাকিস্তানের তৎকালীন সামরিক স্বৈরশাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার আপামর জনতা। অসহযোগ আন্দোলনের ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চের কালরাত্রির মধ্য দিয়ে শুরু হয়েছিল মহান স্বাধীনতা যুদ্ধ। ধীরে ধীরে বাংলার স্বাধিকার আন্দোলন রূপ নেয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে। মাসটিকে বরণ করে নিতে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সহ সিলেট রেঞ্জের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।