
"পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মৌলভীবাজার" [ ০৪. ০৩. ২০২৩ খ্রি.] আজ দুপুর ০১.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা প্রশাসন এবং মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় ডিআইজি মহোদয় এবং অন্যান্য অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। ডিআইজি মহোদয় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আজকের খেলায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জনাব মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)ও জেলা ক্রীড়া সংস্থার সিনিঃ সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র জনাব সিপার উদ্দিন আহমদ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা একাদশ ও রানার্সআপ হয় মৌলভীবাজার পৌরসভা একাদশ।