[ ০৭. ০৩. ২০২৩ খ্রি.] আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সনের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষনটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি হানাদার বাহিনীর কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্র কন্ঠে ধ্বনিত করেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” মূলত ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। এ ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়। এ সময় সিলেট রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।