[ ০৭. ০৩. ২০২৩ খ্রি.] আজ হতে শুরু হলো সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২০২৩। সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার) পিপিএম মহোদয়। এ সময় সিলেট রেঞ্জের অন্যান্য পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে সিলেট রেঞ্জের মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে।ডিআইজি মহোদয় সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করেন।