[ ১৪. ০৩. ২০২৩ খ্রি.] আজ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এনডিসি টিম এর একটি ব্রিফিং ও ইন্টার-একটিভ সেশনের আয়োজন করা হয়।কোর্সের অংশ হিসেবে রেঞ্জ ডিআইজি, সিলেট ও বিভাগীয় কমিশনার, সিলেট এর যৌথ আয়োজনে ব্রিফিং এ বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, ওমান, শ্রীলঙ্কা ও জাম্বিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার, RAB-9 সিলেটের উইং কমান্ডার (অধিনায়ক), অতিঃ ডিআইজি (অর্থ ও প্রশাসন) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেট, পুলিশ সুপার (আইএন্ডসিএম) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেটসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।