
"পারভেজ আলম চৌধুরী, অতিঃ পুলিশ সুপার (এএন্ডএফ) এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা" [ ১৬. ০৩. ২০২৩ খ্রি.] রেঞ্জ ডিআইজি অফিস সিলেটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জনাব পারভেজ আলম চৌধুরী বাংলাদেশ দূতাবাস, বাগদাদ, ইরাকে দ্বিতীয় সচিব (শ্রম) হিসেবে পদায়ন হওয়ায় বদলিকৃত স্থানে যোগদানের নিমিত্তে অদ্য সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয় বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান। উক্ত বিদায়ী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), এএসপি, স্টাফ অফিসার টু ডিআইজি, সহকারী পুলিশ সুপার (ক্রাইম)সহ রেঞ্জ কার্যালয়ে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।