"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস" [১৭ই মার্চ ২০২৩ খ্রি.] “যতদিন রবে গৌরি, যমুনা, পদ্মা-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” আজ ১৭ই মার্চ ২০২৩ খ্রি. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কারনেই আজকের এই দিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ দিবসটি উপলক্ষ্যে আজ সকালবেলা পুলিশ লাইন্সে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্য়ালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), এএসপি, স্টাফ অফিসার টু ডিআইজি, সহকারী পুলিশ সুপার (ক্রাইম)সহ সিলেটের অন্যান্য ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সিলেট জেলা স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তৎপরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় অংশগ্রহন করেন।