[২৬ মার্চ ২০২৩ খ্রি.] ''মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ খ্রি." আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিবসটি উপলক্ষ্যে সিলেট রেঞ্জ পুলিশ এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ লাইন সিলেটে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে এবং পুলিশ লাইন্সে স্থাপিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ স্মৃতি-৭১ এ পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়। পরবর্তীতে সকাল ০৮.০০ ঘটিকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১.০০ ঘটিকায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার সিলেটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান পালন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশ ও সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।